পাঁচ মামলায় রিজভীর হাইকোর্টে জামিন
রাজধানীর পল্লবী, মতিঝিল, রমনা ও খিলগাঁও হওয়া হত্যা ও নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ছয় মাসের করে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার করা আবেদনের প্রেক্ষাপটে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
আদালতে রিজভির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুনা নাহরীন।
আইনজীবী সগীর হোসেন লিওন পরে সাংবাদিকদের জামিনের বিষয়টি নিশ্চিত করেন। তবে রমনা থানায় আরো একটি মামলা থাকায় রিজভি এখনই মুক্তি পাচ্ছেন না বলেও জানান তিনি।
২০১৩ ও ২০১৫ সালে রিজভির নামে এসব মামলা হয়। এই পাঁচ মামলায় গত ১৮ আগস্ট আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন রিজভি। ওইদিন ঢাকা মহানগর দায়রা জজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।
এরপর রিজভি নিম্ন আদালতে জামিন খারিজ আদেশের বিপক্ষে ৫ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আজ হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন