পাকিস্তানকে হারিয়ে ভারতের মেয়েরাই চ্যাম্পিয়ন
ভারতের মেয়েরা দাবিটা তুলতেই পারেন। বলতে পারেন, আগামীবার থেকে এশিয়া কাপের নাম হবে তাদের নামে! তা নয় তো কি! এখন পর্যন্ত মেয়েদের এশিয়া কাপ হলো ছয়বার।
প্রতিবার চ্যাম্পিয়ন ভারত। রবিবারও ভিন্ন কিছু হয়নি। ব্যাংককে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতেছেন ভারতের মেয়েরা।
পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনার কারণে ক্রিকেট খেলতে চায় না ভারত। কিন্তু কিছু ক্ষেত্রে উপায় থাকে না। এই যেমন থাইল্যান্ডের এই ৬ জাতি আসরের গ্রুপ পর্বেও খেলতে হলো। পাকিস্তানকে ভারত হারাল। অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে ভারতের মেয়েরা। পাকিস্তানও চলে আসে শিরোপা লড়াইয়ে।
আর সেই লড়াইয়ে ১৭ রানে জিতে উৎসবটা মিতালি রাজের ভারত দলের। আগে ব্যাট করে ৫ উইকেটে ১২১ রান তুলে ফেলে তারা। জবাবে, ৬ উইকেটে ১০৪ রান পাকিস্তানের।
ভারতের অধিনায়ক মিতালি একাই দলকে টেনে নিয়ে গেছেন। খেলেছেন ৬৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৩ রানের হার না মানা ইনিংস। ওপেন করে ইনিংসের আদ্যন্ত ব্যাট করেছেন। শুধু ঝুলন গোস্বামি (১৭) আর দুই অংকে পৌঁছাতে পেরেছেন। মিতালি ম্যাচ ও টুর্নামেন্টের সেরা।
এরপর অধিনায়ক বিসমাহ মাহরুফ (২৫), দুই ওপেনার জাভেরিয়া খান (২২) ও আয়েশা জাফর (১৫) রান করেছেন। কিন্তু মিতালির মতো দলকে এগিয়ে নিতে পারেননি কেউ। একতা বিশত ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়ে আনুজা পাতিল, ঝুলন, শিখা পান্ডে ও প্রিতি বোস পাকিস্তানের পথ আগলেছেন। শেষে আবার শিরোপা উৎসবটা ভারতের।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন