পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কি হাফিজ সইদ?
আন্তর্জাতিক মহলে জঙ্গি স্বীকৃত পেলেও পাকিস্তান যে লস্করপ্রধান হাফিজ সাইদের কাছে স্বর্গরাজ্য তা প্রমাণিত হলো আবারও। এবার দল গড়ে সরাসরি প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখালেন সাইদ।
লস্করের শাখা সংগঠন জামাত-উল-দওয়া আদর্শকে পাথেয় করে মিল্লি মুসলিম লিগ পার্টি নামে একটি রাজনৈতিক দল শুরু করল সাইদ এর সহযোগীরা। নিজের মুখে এ কথা জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালিদ।
২০০৮ সালে এই হাফিজ সইদের পরিকল্পনাতেই হামলা হয়েছিল মুম্বাইয়ে। মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। এর পর আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে চাপ বাড়াতে শুরু করে ভারত। অভিযোগ করা হয়, সাইদকে আস্তানা দিয়ে ভারতের বিরুদ্ধে সাহায্য করছে পাক প্রশাসন। এমনকি সাইদকে আন্তর্জাতিক জঙ্গিও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে পাক ইলেকশন কমিশনে আবেদনপত্রও জমা দেওয়া হয়ে গিয়েছে। প্রস্তুতি প্রায় শেষ।
এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।
এ ব্যাপারে দলের মুখপাত্র তাবিশ কোয়াকম জানিয়েছেন, তাদের দাবি হাফিজ সাইদকে ঘরবন্দিদশা থেকে মুক্তি দিতে হবে। একবার সাইদ মুক্তি পেলেই তাকে দলের ইচ্ছামতো পদ বেছে নিতে অনুরোধ করা হবে।
এদিকে দল গঠনের কিছুদিন আগেই ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে থাকতে পারেন হাফিজ সাইদ। এখন তাঁরই অনুগামীদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে সেই জল্পনাই সত্যি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন