পাকিস্তানের শীর্ষ সাংবাদিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তানের এক শীর্ষ সাংবাদিককে দেশত্যাগে নিষেদ্ধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। পাক সরকার ও সেনাবাহিনীর সম্পর্কের টানাপড়েন নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের জেরে তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর বিবিসি ও আনন্দবাজার পত্রিকার।
পাকিস্তানের প্রথম সারির দৈনিক ডন নিউজে গত ৬ অক্টোবর ওই বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছিলেন সাংবাদিক সাইরিল আলমেইদা।
সোমবার মধ্য রাতের পর আলমেইদা নিজেই টুইট করে জানিয়েছেন, প্রশাসন তার নাম ‘এগজিট কন্ট্রোল লিস্ট’ বা সীমান্ত নিয়ন্ত্রণ তালিকায় রেখেছে।
আলমেইদার বিরুদ্ধে পাক সরকার যে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে, তার ইঙ্গিত সোমবার সকালেই মিলেছিল পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কথায়।
গতকাল সোমবার পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, অর্থমন্ত্রী ইশহাক দার, অভ্যন্তরীণ মন্ত্রী নিসার আলি খান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাক গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) –এর লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতারের মধ্যে বৈঠকেই ওই সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার এক সরকারি বিবৃতিতে তা জানিয়ে দেয়া হয়।
তবে ডন নিউজ কর্তৃপক্ষ সরকারি রোষানলের মুখে পড়া সাংবাদিকের পাশেই দাঁড়িয়েছেন। লিখিত বিবৃতি দিয়েই ওই পাক সাংবাদিকের পক্ষ নেয়ার কথা জানিয়েছেন ডন কর্তৃপক্ষ।
দৈনিকটির তরফ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় যে খবরটিকে ‘ভিত্তিহীন’, ‘বাড়াবাড়ি’ বলে উড়িয়ে দিয়েছেন, সেই খবরটির সূত্র ও তথ্য নতুন করে খতিয়ে দেখা হয়েছে। তা একেবারেই নির্ভুল। তাই কোনো নির্বাচিত সরকার ও কোনো সরকারি প্রতিষ্ঠানেরই ওই সাংবাদিককে হেনস্থা করা উচিত নয়।
বিবিসির খবরে বলা হয়, পাকিস্তানের গণতান্ত্রিক সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক প্রায়ই বৈরি রূপ নেয়। দেশটির স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তিন বার সামরিক অভ্যুত্থান হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন