পাকিস্তানের সমর্থন ছাড়া একমাসও টিকত না তালেবান: ঘানি
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, পাকিস্তানের সমর্থন ছাড়া একমাসও টিকে থাকতে পারবে না তালেবান জঙ্গিরা। রবিবার ভারতের পাঞ্জাবের অমৃতসরে হার্ট অব এশিয়া শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এ কথা বলেন।
সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে সমন্বিত হামলা পরিচালনা করার সম্ভাবনা বেড়েছে তালেবান জঙ্গিদের। আর এর ফলে পশ্চিমা সমর্থিত আফগান সরকারের উপর চাপ বাড়ছে। গত বছর পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক সামরিক বাহিনী সংশ্লিষ্ট বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছে আফগানিস্তানে।
এই প্রেক্ষাপটকে সামনে রেখে হার্ট অব এশিয়া সম্মেলনে বলেন, এটা অগ্রহণযোগ্য, এখনো কেউ কেউ জঙ্গিদের জন্য অভয়ারণ্য বজায় রাখছে। যদি পাকিস্তান তালেবান নেতাদের আশ্রয় না দিত তাহলে তারা একমাসও টিকে থাকতে পারতো না।
পাকিস্তান এই অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলে, পাকিস্তান নিজেই তেহরিক-ই তালেবানের জঙ্গিবাদের শিকার। পাকিস্তানের পররাষ্ট্রনীতির শীর্ষ উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, আমাদের এই বিষয়ে কোনো একটা দেশকে দোষ দেয়ার আগে পুর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।
আফগানিস্তানের প্রেসিডেন্ট বলেছেন, তিনিও অভিযোগ পাল্টা অভিযোগের খেলা খেলতে চান না। আফগানিস্তানে আইএস, তালেবানসহ ৩০টি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘাটি গড়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, আমি অভিযোগ-পাল্টা অভিযোগের খেলা খেলতে চাই না। আমি পরিষ্কারভাবে জানতে চাই জঙ্গিবাদ রফতানির বিষয়ে কী করা হচ্ছে। আফগানিস্তানের পুনর্গঠনে পাকিস্তানের ৫০০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতির জন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করি এটি পাকিস্তানের জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত হবে। এনডিটিভি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন