পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ, দেবে না ক্ষতিপূরণও
পাকিস্তানের সঙ্গে আপাতত কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না বাংলাদেশ। কেবল তাই নয়, সিরিজ না হলে পাকিস্তানকে ক্ষতিপূরণও দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটিই জানিয়েছেন বিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির সভাপতি জালাল ইউনুস। আগামী জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিসিবিকে প্রস্তাব দেয় পিসিবি। তবে দেশটির নিরাপত্তাব্যবস্থা নাজুক হওয়ায় পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। অবশ্য নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হলে পাকিস্তানের প্রস্তাব ভেবে দেখবে বিসিবি এমনটিই জানিয়েছেন ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা।
এ মাসের শুরুতে পিএসএলের ফাইনাল ম্যাচের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে প্রতিনিধিদল পাঠায় বাংলাদেশ। তবে পাকিস্তান থেকে ফিরে এসে দেশটির নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে কোনো সুখবর দিতে পারেননি পর্যবেক্ষকরা। এই কারণেই পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানাল বাংলাদেশ।
তবে পাকিস্তানে না খেলে গতবারের মতো এবার ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এর আগে ২০১২ সালে দুটি সফর বাতিল করায় ২০১৫ সালে পিসিবিকে তিন লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেয় বিসিবি। তবে এবার আর কোনা প্রকার ক্ষতিপূরণ দিতে রাজি নয় বিসিবি।
বাংলাদেশ দল এই মূহর্তে শ্রীলঙ্কা সফর করছে। টেস্ট সিরিজ ড্র করার পর ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল কলম্বোতে মাঠে নামবে মাশরাফির দল। এরপর লঙ্কানদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন