পাকিস্তান সফরের প্রস্তাব ফিরিয়ে দিল বিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিগত ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিমবাসে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। নিজেদের মাটিতে আবারো আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরাতে অবশ্য চেষ্টার কোনো কমতি রাখছে না দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কিছুদিন আগেই নিজ দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রমাণ দিতে লাহোরে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনাল আয়োজন করেছিলো পিসিবি। এর আগে নিজেদের
মাটিতে তাঁরা আমন্ত্রণ জানিয়েছিলো জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং কেনিয়াকে।
তবে এই তিন দল পাকিস্তান সফরে রাজি হলেও অন্যান্য বড় কোনো দলই রাজি হয়নি দেশটিতে খেলতে আসার জন্য। কিন্তু মরিয়া পিসিবি এখনও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর।
আর তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে পিসিবি বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলো আগামী মে মাসে দু’টি টি-টুয়েন্টি খেলতে তাদের দেশে সফরের জন্য। অবশ্য সেই প্রস্তাব ইতিমধ্যে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে পাকিস্তান সফর প্রত্যাখ্যান করলেও বিসিবি উল্টো পাকিস্তানকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরের প্রস্তাব দিতে যাচ্ছে বলে একটি সুত্রে জানা গেছে। সেক্ষেত্রে বিসিবি আগামী জুলাই মাসে পাকিস্তানকে আমন্ত্রণ জানাতে পারে। কারণ সেসময় টাইগারদের কোনো খেলা নেই।
উল্লেখ্য বাংলাদেশের আগে পিসিবি প্রস্তাব দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেও। কিন্তু তাদের কাছ থেকেও কোনো ইতিবাচক সাড়া পায়নি পিসিবি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন