পরীক্ষা চান ৩ মনোরোগ বিশেষজ্ঞ
পাগলের সব লক্ষণই রয়েছে ট্রাম্পের মধ্যে!

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক পরীক্ষা করতে চান হার্ভার্ডের ৩ মানসিক রোগ বিশেষজ্ঞ। ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতির বিষয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তাদের মতে মানসিক অসুস্থতার সব লক্ষণই ট্রাম্পের মধ্যে রয়েছে।
বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে লেখা চিঠিতে তারা ট্রাম্পের পূর্ণাঙ্গ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরীক্ষার নির্দেশ দিতে আহ্বান জানিয়েছেন। হাফিংটন পোস্টে প্রকাশিত এ চিঠিটি লিখেছেন হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক জুডিথ হারমান, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নানেত্তে গারট্রেল ও সহকারী অধ্যাপক ডি মোসবাখার। এ ৩ মনোবিজ্ঞানী একসঙ্গে হার্ভার্ডে কাজ করছেন।
চিঠিতে বলা হয়, মানসিক অসুস্থতার সব লক্ষণই ট্রাম্পের মধ্যে রয়েছে। বেশি কথা বলা, প্রলাপ বকা, অতি আবেগতাড়িত, সমালোচনার প্রতি অতি সংবেদনশীল এবং কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে পারার বিষয়গুলো ট্রাম্পের চরিত্রে ফুটে ওঠেছে। আমরা জোর দিয়ে সুপারিশ করবো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে নিরপেক্ষ চিকিৎসকের মাধ্যমে তার নিউরোসাইকিয়াট্রি পরীক্ষা সম্পন্ন করা হোক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন