পাথর ভাঙ্গার মেশিন বন্ধে হাইকোর্টের নির্দেশ
পরিবেশের ক্ষতি হওয়ায় সিলেট সদর এলাকাসহ পাঁচ উপজেলার পাথর ভাঙ্গার মেশিন (স্টোন মেশিন) বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অবিলম্বে তা বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তর সিলেট ও পাঁচ উপজেলা সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ওকানাইঘাটের (ইওনো) উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিতে বলেছেন আদালত।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র করা এক আবেদনের প্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের আজ এই আদেশ দেন। আদালতের বেলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী।
এর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) পরিবেশগত ছাড়পত্রহীন এসব পাথর ভাঙ্গা মেশিন বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করে। রিটে বলা হয় উন্মুক্ত স্থান, খেলার মাঠ ও হাসপাতালের আশেপাশে মেশিন স্থাপন করে পাথর ভাঙ্গার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। আবেদনে সিলেট জেলা প্রশাসনের একটি প্রতিবেদন দিয়ে বলা হয় জেলার ৬০৬ টি স্টোন ক্রাশার মেশিনের মধ্যে ২১৩টির ছাড়পত্র রয়েছে, ৩৯৩টিরই ছাড়পত্র নেই। এর মধ্যে ১৫০টির জন্য পরিবেশগত ছাড়পত্র চেয়ে আবেদন করা হয়েছে।
পরে বেলার আইনজীবী সৌরভ সাংবাদিকদের বলেন, সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট অঞ্চলে স্থানীয় প্রসাশনের হিসাব অনুযায়ী প্রায় ৬০৬টি স্টোন ক্রাশার মেশিন রয়েছে। ওই সব মেশিন রেসিডিন্সিয়াল এরিয়া, খেলার মাঠ, হাসপাতালের প্রাঙ্গণে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কাছে স্টোন ক্রাশার মেশিন স্থাপন করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট ও চর্মরোগ বাড়ছে। এবং কতটি স্টোন ক্রাশার মেশিন পরিবেশ অধিদপ্তরের ছাড় পেয়েছেন তার কোন সঠিক হিসাব বলতে পারে না প্রসাশন।
তার প্রতিকারেরতাই স্টোন ক্রাশার মেশিনের পাথর ভাঙ্গার কারণে পরিবেশ দূষণ ও শব্দ দুষণ হচ্ছে বলে তা বন্ধের নির্দেশনা চেয়ে ২০১৫ সালের ৮ জুলাই রিট আবেদন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
রিটে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, ভূমি সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ ২১জনকে বিবাদী করা হয়। ওই রিটের শুনানি করে ২০১৫ সালের ৩ আগস্ট রুল জারি করেন। হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ। রলে পরিবেশের ছাড়পত্র ছাড়া (স্টোন) পাথর ভাঙ্গার মেশিন চালু রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না। আজওই রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে আজ এই আদেশ দেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন