শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পানির নিচ থেকে জীবিত উদ্ধার দুই ঘণ্টা পর !

রাজশাহীতে একটি সেতুর নিচে পানিতে প্রায় দুই ঘণ্টা ধরে আটকে থাকা এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে তানোর উপজেলার নড়িয়াল গ্রামে অস্বাভাবিক এই ঘটনাটি ঘটে। নড়িয়াল গ্রামের ওই কিশোরের নাম ওমর ফারুক (১৪)। বাবার নাম সনেট আলী। স্থানীয় বনগাঁ চকরহমতপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সে।

দুই ঘণ্টা পানির নিচে থেকে বেঁচে ফেরা ফারুক বলে, ‘যখন পানির নিচে আটকিয়ে ছিলাম, শুধু “আল্লাহ” “আল্লাহ” করছি। যখন পানি থেকে ওপরে উঠি, মনে হইছে নতুন জীবন পাইলাম।’ ফারুককে পানির নিচ থেকে উদ্ধারকারীদের একজন কৃষক জাহিদুল ইসলাম (৪০) জানান, গ্রামের ভেতরেই জোলাঘাটি খাঁড়ির ওপর কয়েক বছর আগে প্রথমে ছোট একটি সেতু নির্মাণ করা হয়েছিল। পরে সেটির পাশে নতুন করে আরেকটি উঁচু সেতু করা হলে আগের সেতুটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

তাঁর ভাষ্য, দুপুর একটার দিকে অন্য বন্ধুদের সঙ্গে পাশের উঁচু সেতু থেকে পানিতে লাফ দেয় ফারুক। অন্যরা ওপরে উঠে এলেও কয়েক দিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার স্রোতের টানে ছোট সেতুর নিচের গর্তে আটকা পড়ে যায় সে। বন্ধুদের কাছ থেকে খবর শুনে অনেকের মতো তিনিও দৌড়ে যান সেখানে। ফারুকের বাবা-মায়ের আহাজারি দেখে তিনি পানিতে নামেন। কিন্তু স্রোতের তোড়ে কিছুতেই ছোট সেতুটির ওপরে উঠতে পারছিলেন না।

পরে শরিফ ও সুমন নামের অপর দুই যুবক ছোট সেতুর ওপর উঠতে সক্ষম হলে তাঁদের এগিয়ে দেওয়া একটি বাঁশ ধরে তিনিও সেতুটিতে ওঠেন। এরপর তাঁরা ওই বাঁশের সঙ্গে দড়ি বেঁধে সেতুর নিচে ঢুকিয়ে দেন।

জাহিদুল বলেন, ‘দড়িসহ বাঁশটি সেতুর নিচে দেওয়ার সময় আশা ছিল বেঁচে থাকলে ফারুক বাঁশটি ধরবে। প্রথমবার দেওয়ার পর সে ধরেছেও। কিন্তু টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি ভেঙে যায়। মোটামুটি পাঁচ হাত লম্বা বাঁশের ওই ভাঙা অংশ আবার সেতুর নিচে ঢুকিয়ে দেওয়ার পর ফারুক সেটি ধরে। তারপর বেলা তিনটার দিকে তাকে টেনে ওপরে তোলা হয়।

যানবাহন চলাচল না করলেও ছোট সেতুটি অপসারণ না করায় সেটি এলাকার মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন জাহিদুল। কয়েক দিন আগে প্রবল স্রোতে সেতুটির নিচে আটকা পড়ে একটি মহিষ মারা গেছে বলেও জানান তিনি। পানির নিচে কীভাবে এত সময় ছিলে — এ প্রশ্নের উত্তরে ফারুক প্রথম আলোকে বলে, স্রোতের পাকের সঙ্গে সারাক্ষণই সেতুর নিচে বুদ্‌বুদ ঢুকছিল। তা থেকেই সে দম নেওয়ার প্রয়োজনীয় বাতাস পেয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়

বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন

পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার

রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন

  • প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
  • সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
  • সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
  • স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
  • বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন
  • গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে
  • বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
  • ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যাঃ নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার !
  • নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী