পাবনায় আখ ক্ষেতে গৃহবধূর লাশ !
পাবনার ঈশ্বরদী আখ ক্রপ গবেষণা ইনস্টিটিউটের আখ ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম শাহিদা খাতুন (৪৫)। সে ইনস্টিটিউটের নিয়মিত শ্রমিক জহুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। শ্রমিকরা সকালে আখ ক্ষেতে কাজ করতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে জহুরুলের বাড়িতে খবর দেয়। কিন্তু জহুরুল বাড়িতে না থাকায় ছেলে খায়রুল এসে তার মায়ের লাশ সনাক্ত করে।
ছেলে খায়রুল জানায়, রাত ১১টার দিকে মাকে বাড়ির বাইরে যেতে দেখে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে তার মা আব্বা ফোন করে ডাকছে বলে সে চলে যায়। জানা যায়, জহুরুলের আগেরও স্ত্রী সন্তান থাকলেও সে শাহিদাকে দ্বিতীয় বিয়ে করে। শাহিদারও এর আগে বিয়ে হয়েছিল। আগের ঘরের ১ ছেলে এবং ১ মেয়ে রয়েছে। জহুরুলের পক্ষেরও ১ মেয়ে আছে বলে জানা গেছে। পারিবারিকভাবে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগেই ছিল বলে জানা যায়। ঈশ্বরদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশের এসআই জহুরুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের পরে জানা যাবে সে কিভাবে মারা গেছে।
এলাকার লোকজন ঘটনাটি হত্যাকান্ড বললেও পুলিশ ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন। পুলিশ আরো জানায়, নিহতের স্বামী জহুরুল গত বৃহস্পতিবার দুপুর থেকেই বাড়িতে ছিল না। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীরসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন