পাবনায় আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার) ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ জামালকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহ জামাল ধোপাদহ ইউনিয়নের পাইকশা গ্রামের মো. আয়নাল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে উপজেলার ধুলাউড়ি বাজার থেকে পাইকশা গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন শাহ জামাল। পথে দুর্বৃত্তরা তাঁকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে শাহ জামালকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আধিপত্য বিস্তার ও বিগত ইউপি নির্বাচনে দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষরা এ হত্যকাণ্ড ঘটাতে পারে। এ ছাড়া চরমপন্থীরাও এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন