পাবনায় গুলিতে ‘বিএনপি’ কর্মী নিহত, আহত ১০
পাবনার চাটমোহরে প্রশাসনের কর্মকর্তারা ফলাফল ঘোষণা না করেই ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইমদাদুল হোসেন (৩২)। তিনি ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। ইমদাদুলকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ ইসলাম হীরা।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সালাউদ্দিন জানিয়েছেন, নিহত ব্যক্তি গুলিতে মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে দেরি হওয়ায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুল ইসলাম ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় উভয় প্রার্থীর সমর্থরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বিজিবির এক সদস্য আহত হয়।
এদিকে গণনা শেষে ফলাফল ঘোষণা না করেই প্রশাসনের লোকজন কেন্দ্র থেকে ব্যালট বাক্স বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধরা বাধা দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করতে ফাঁকা গুলি চালায়। এ সময় গুলিতে ইমদাদুল হোসেন নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০ জন। আহতরা বিচ্ছিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইন প্রয়োগকারী সংস্থা বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৃথক পৃথকভাবে নয়টি গুলি ছোড়ে। তবে আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে কেউ মারা গেছে এমন তথ্য তিনি নিশ্চিত করেননি।
এদিকে বিজিবির সহকারী পরিচালক হোসেন আলী জানান, ওই কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালানো হয়। এ সময় বিজিবির এক সদস্য আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন