পাবনায় দূর্বৃত্তের ছোঁড়া বোমায় বৃদ্ধার মৃত্যু
পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামে দূর্বৃত্তদের ছোঁড়া বোমার আঘাতে ছামিরন বেওয়া (১০০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার পুত্রবধু রেশমা খাতুন (২৫)। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ছামিরন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত তাজু প্রামানিকের স্ত্রী। আহত রেশমা একই গ্রামের আজিবর প্রামানিকের স্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রেশমা জানান, ভোরে প্রাকৃতিক কাজ সারতে শ্বাশুড়ী ছামিরনকে নিয়ে বাইরে বের হন তিনি। টয়লেটে যাবার পথে তাদের লক্ষ্য করে বোমা ছুঁড়ে মারে দূর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকারে বাড়ির লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল দশটার দিকে শ্বাশুড়ী ছামিরন বেগমের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ওসি (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে কারা, কি কারণে এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি।
আহত রেশমান দাবি, বলরামপুর গ্রাম ও পার্শ্ববর্তী চর বলরামপুর গ্রামবাসীর মধ্যে আধপিত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে চর বলরামপুর গ্রামের কেই এই হামলা চালাতে পারে বলে তাদের ধারণা।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন