পাবনায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে-মেয়ে আটক
পাবনায় জেলার ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারী গ্রামে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে বৃদ্ধ বাবা তোরাব সরদার মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ।
নিহত বাবা তোরাব সরদার (৭০) উপজেলার মুণ্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত ফয়েজ সরদারের ছেলে। আটক দুই সন্তানের নাম সাদ্দাম হোসেন (২৪) ও মেয়ে ছাবিনা খাতুন (২০)।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, তোরাব সরদার ও তার দুই সন্তানের মধ্যে জমি-জমা নিয়ে কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাত ১০টার দিকে জমি লিখে না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা তোরাব সরদারকে বেদম মারপিট করে তারা। এরই এক পর্যায়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তোরাব সরদারকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ শনিবার ভোরে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে মারা যান বৃদ্ধ তোরাব সরদার।
ওসি রউফ আরও জানান, এ ঘটনার পরপরই জড়িত থাকার অভিযোগে ছেলে সাদ্দাম ও মেয়ে ছাবিনাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন