পাবনায় বাস উল্টে নিহত ৩
পাবনার আতাইকুলা থানায় যাত্রীবাহী বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশু-নারীসহ ৩০ জন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আতাইকুলা থানার পাবনা-ঢাকা মহাসড়কের মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাশিনাথপুর থেকে পাবনাগামী যাত্রীবাহী উত্তরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল চালক।
এতে দুর্ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।
পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের মধ্যে রহমান (৪৩), রেখা (৪৫), বাবলু (৩৫), সিরাজুল (৪০), সুমী (২৫), এনায়েত উল্লাহ (৬৫), সুফিয়া (৫০), সৌরভ (৩৫), বিউটি (৪০), চাঁদ আলী (৬০), রুহুল আমিন (৫৫), মুকাদ্দেস (৫০), রানী (২৫), সিদ্দিকুর রহমান (৬০), বিউটি (৩০), মন্টু (৫০), রওশন (৪৫), বাবু (৪০), সুমাইয়া (৭), বিউটি (৩৫), খলিল (৪০), ইতি (৩০), আলিম (৪০), রোজিনা (৩০), ফরিদ (৬০) ও হাশেম (৪৫) হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা হয়েছে। ফায়ার ব্রিগেড ও সিভিল সার্ভিস গাড়িটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন