পাবনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে ‘মা জেনারেল হাসপাতাল (প্রা.)’ নামের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
প্রসূতি ইসমত আরা (৪০) বেড়া উপজেলার মাসুন্দিয়া ভবানীপুর কে জে বি ডিগ্রি কলেজের প্রভাষক আলীম আল রাজীর স্ত্রী বলে জানা গেছে। এ নিয়ে গত এক মাসে এ ক্লিনিকে দ্বিতীয়বারের মতো প্রসূতি মারা যাওয়ার ঘটনা এটা।
নিহতের স্বামী আলীম আল রাজী অভিযোগ করেন, গতকাল রোববার রাতে তাঁর সন্তানসম্ভবা স্ত্রীকে মা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে কোনো গাইনি চিকিৎসক ছিলেন না। এ অবস্থায় তিনি তাঁর স্ত্রীকে নিয়ে যেতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো সমস্যা নেই জানিয়ে প্রসূতিকে অস্ত্রোপচার কক্ষে (ওটি) নিয়ে যায়। সেখানে থাকা হাতুড়ে চিকিৎসকরা তাঁর স্ত্রীর অস্ত্রোপচার করেন। এ সময় একটি ছেলেসন্তান জীবিত অবস্থায় জন্ম নিলেও প্রসূতির অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তখন অবস্থা বেগতিক দেখে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে পাবনায় নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর স্ত্রীর মৃত্যু ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ক্লিনিকে প্রসূতি মারা যাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ক্লিনিকে কোনো গাইনি বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ চিকিৎসক নেই। কোনো প্রশিক্ষিত আয়া বা নার্সও নেই। নার্স ও ওয়ার্ড বয় দিয়েও অস্ত্রোপচার (সিজার) করানো হয়। এ ছাড়া ক্লিনিকে কোনো অবেদনবিদও (অ্যানেসথেটিস্ট) নেই। ফলে সিজারের রোগীর প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। এখানে গত মাসে একজনসহ এর আগেও সাত-আটজন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক রুবেল খান বলেন, ‘দুর্ঘটনা ঘটতেই পারে। এ নিয়ে নিউজ-টিউজ করার দরকার নেই। স্বাস্থ্য বিভাগের কোনো সমস্যা হলে আমি দেখব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন