পাবনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পাবনা শহরের অদূরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাবনা পৌর স্বেচ্ছাসবেক লীগ নেতা আমিন উদ্দিনকে (২৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমিন উদ্দিন পাবনা সদর উপজেলার দোহারপাড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে।
পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, নিহত আমিন পাবনা পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে বাস টার্মিনাল এলাকায় আমিনকে কে বা কারা কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাস টার্মিনালের টয়লেটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এদিকে, টার্মিনাল এলাকার একাধিক সূত্র জানায়, বাস টার্মিনালের আধিপত্য বিস্তার ও আভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজ দলীয় লোকজন এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় পাবনা থানার ওসি (তদন্ত) মুন্সী আব্দুল কুদ্দুস জানান, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন