পাবনা থেকে অনির্দিষ্টিকালের জন্য বাস চলাচল বন্ধ!
পাবনা ও শাহজাদপুরে বাসশ্রমিকদের বিরোধের জের ধরে পাবনা থেকে ঢাকাসহ সব রুটে অনির্দিষ্টিকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পাবনা বাস মালিক-শ্রমিক সংগঠন।
আজ বুধবার সকাল ৭টা থেকে বাসমালিকরা তাঁদের ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন। কাল বৃহস্পতিবার থেকে অন্য সব পথে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাসমালিকরা। এদিকে আকস্মিকভাবে ঢাকার বাস বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পাবনার বিশিষ্ট পরিবহন মালিক এবং সরকার ট্রাভেলসের স্বত্বাধিকারী এম এ কাফী সরকার জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে গত ১২ জানুয়ারি রাজদূত পরিবহনের একজন শ্রমিকের সঙ্গে শাহজাদপুরের এক শ্রমিকের কথাকাটাকাটি হয়। এরই জের ধরে গত ১৩ জানুয়ারি পাবনার অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করেন শাহজাদপুরের শ্রমিকরা। এর পর থেকে নাটোরের বনপাড়া হয়ে পাবনা থেকে ঢাকায় চলাচল করছিল বেশ কিছু বাস। দীর্ঘ ১০ দিনেও সমস্যার সমাধান না হওয়ায় আজ বুধবার সকাল ৭টা থেকে সব মালিক তাঁদের ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, আগামী শনিবার পাবনা ও শাহজাদপুররে বাসমালিক ও শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন