বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা
বিদ্যুতের দাবিতে গতকাল রাতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে পাঁচটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া প্রশাসন ভবনসহ কয়েকটি ভবনে ভাঙচুর চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাবিপ্রবি’র প্রক্টর আওয়াল কবির জয় জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত ১২টা পর্যন্ত কাম্পাসে বিদ্যুৎ না আসায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রাখা ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স, একটি মিনিবাস এবং একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগ করে। এর বাইরে শিক্ষার্থীরা আরো একটি মাইক্রোবাস, একটি পিকআপ ভাঙচুর করে। পাশাপাশি তারা ক্যাম্পাসের একাডেমিক ভবন, মেডিক্যাল ভবন এবং ক্যাফেটেরিয়ায় ভাঙচুর চালায়।
উদ্ভুত পরিস্থিতিতে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল নকীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামীককাল রবিবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহার ছুটি হিসেবে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা ও আজ শনিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন