পাস না করালে আত্মহত্যা করবেন ছাত্রলীগনেতাসহ ৫৮ এমবিবিএস শিক্ষার্থী!
রংপুর মেডিক্যাল কলেজে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় ছাত্রলীগনেতাসহ ৫৮ জন ফেল করা শিক্ষার্থী পাস করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আত্মাহুতির আলটিমেটাম দিয়েছে।
মঙ্গলবার শিক্ষার্থীরা বিক্ষোভ করে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ।
রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহাসহ ফেল করা শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে
মোট ২১০ জন শিক্ষার্থী এবার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মধ্যে আমরাও ছিলাম। ফলাফল ঘোষণার সময় প্রথমে তাদের পাস দেখানো হয়। পরে আবার ৫৮ জন শিক্ষার্থীকে ফেল দেখানো হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কলেজের সামনে সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহাসহ অন্যান্য শিক্ষার্থীরা।
তারা বলেন, আমরা পাশ করেছিলাম। কিন্তু এখন আমাদের ফেল দেখানো হচ্ছে। সে কারণে আমাদের ফলাফল সংশোধন না করা পর্যন্ত আমরা বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি চালিয়ে যাব। এরপরও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তবে সবাই নিজের আত্মাহুতি দেব। পরে তারা অধ্যক্ষর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এমন আশংকায় কলেজ অধ্যক্ষ দুপুরের পর কলেজে আসেন। কিন্তু এর আগেই কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. নুর উন নবী লাইজু অন্যান্য শিক্ষক এবং প্রশাসনের লোকজনকে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনিমেষ মজুমদার সাংবাদিকদের জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। আমাদের সময়
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন