পায়ে লিখে পিএসসি পরীক্ষা দিচ্ছে তাফসিরুল ইসলাম
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা চলছে। পরিদর্শনে এসেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ। একটি কক্ষে পরিদর্শনের সময় হঠাৎই থমকে দাঁড়ান। এক পরীক্ষার্থী লিখছে পা দিয়ে।
শাকিল মাহমুদ জানতে চাইলেন নাম। পরীক্ষার্থী জানাল, তার নাম আ ফ ম তাফসিরুল ইসলাম।
তাফসিরুলের এক হাত একদম নেই। আরেক হাত থাকলেও তা খুব ছোট। তাই পা দিয়ে পরীক্ষা দিচ্ছে তাফসিরুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সঙ্গে পরিদর্শনে এসেছিলেন স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালেক। উভয়ই প্রশংসা করলেন তাফসিরুলের পায়ের লেখার! বললেন, ‘অনেকের হাতের লেখার চেয়ে সুন্দর।’
পাবনার ঈশ্বরদী পৌর এলাকার পশ্চিম টেংরীর আ ফ ম ইফতেখায়রুল ইসলাম ও ইসরাত আরা কাকলীর ছেলে আ ফ ম তাফসিরুল ইসলাম। শারীরিক প্রতিবন্ধিতা সত্ত্বেও প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর মনোবল থাকার কারণে তাফসিরুল দমে যায়নি। সে পড়াশোনায় অত্যন্ত মেধাবী। হাত না থাকলেও পা দিয়ে লেখা আয়ত্ত করেছে। সে পশ্চিম টেংরী প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা দিচ্ছে।
তাফসিরুলের নানা প্রবীণ সাংবাদিক আবদুল কুদ্দুস চাঁদু জানান, প্রতিবারই স্কুলের ক্লাস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করে তাফসিরুল।
তাফসিরুল জানিয়েছে, লেখাপড়া শিখে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে চায় সে। হাত নেই বলে সে মন খারাপ করে থাকে না। সব সময়ে হাসিখুশি থাকে। আর সময় কাটায় পড়াশোনা করে।
তাফসিরুলের স্কুলের শিক্ষকরা জানান, সে সবার প্রিয় এবং মেধাবী। পড়াশোনার প্রতি তার ঝোঁক অনেক বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন