পিএসএলে চার বাংলাদেশি নিশ্চিত, দাম কত?

একদিন আগে লাহোরে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের প্লেয়ার ড্রাফট। যেখানে চার বাংলাদেশির দল নিশ্চিত হয়েছে। মোস্তাফিজুর রহমানকে কিনেছে লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কোয়েটা গ্লাডিয়েটর্সে মাহমুদউল্লাহ রিয়াদ।
গত আসরে পেশোয়ার জালমিতেই ছিলেন সাকিব ও তামিম। এই আসরের জন্য দলটি সাকিব আল হাসানকে ধরে রাখলেও তামিম ইকবালকে ছেড়ে দেয়। পরে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে তারা আবারও তামিমকে দলে নিয়েছে। অপরদিকে আগের আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই আসরেও দলটি রিয়াদকে রেখে দিল।
তামিম-মোস্তাফিজ-সাকিব-রিয়াদ চার জনই ডায়মন্ড ক্যাটাগরির ক্রিকেটার। এই ক্যাটাগরির খেলোয়াড়দের সর্বনিম্ন মূল্য ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৮,১৯,৭৯৯ টাকা।
পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরির খেলোয়াড়ের মূল্য এ লাখ ৪০ হাজার ডলার থেকে ২ লাখ ডলার পর্যন্ত। এরপর ডায়মন্ড ক্যাটাগরি। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়ের দাম সর্বনিম্ন ৫০ হাজার ডলার। আর সিলভার ক্যাটাগরির সর্বনিম্ন ২২ হাজার ডলার। একেবারে শেষ ক্যাটাগরি ইমার্জিং। এই ক্যাটাগরির খেলোয়াড়ের দাম সর্বনিম্ন ১০ হাজার ডলার।
উল্লেখ্য, পিএসএলে এবার ছয়টি দল অংশ নেবে। দলগুলো হলো-পেশোয়ার জালমি, কোয়েটা গ্লাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, করাচি কিংস ও মুলতান সুলতানস।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন