পিএসএলে মাহমুদউল্লাহর দুর্দান্ত ইনিংস

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে প্রথম ম্যাচেই ২০ বলে ২৯ রানের ছোট্ট এক ঝোড়ো ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স যদিও ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে গেছে ৫ উইকেটে।
এক টেস্টের ভারত সফর শেষ করে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ দল দেশে ফিরলেও পিএসএল খেলতে মাহমুদউল্লাহ উড়ে যান আরব আমিরাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কাল মাঠেও নেমে পড়লেন।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। ১৩তম ওভারে মাহমুদউল্লাহ যখন উইকেটে এলেন, কোয়েটার স্কোর ৪ উইকেটে ৮৭। দুই ওভার পর দলের ১০২ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফিরে যান আসাফ শফিকও (৪৫)।
এরপরই ষষ্ঠ উইকেটে থিসারা পেরেরার সঙ্গে ২৯ বলে ৪৬ রানের দারুণ এক জুটি গড়ে দলকে ১৪৮ রানের লড়াকু পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ২০ বলে ২ চার ও এক ছক্কায় ২৯ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন