পিএসএল এ মাহমুদুল্লার ঝলক সত্ত্বেও হারল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদ উল্লাহ রিয়াদ অনেকদিন ধরেই ফর্মের বাইরে আছেন। এ নিয়ে আবারও শুরু হয়েছে সমালোচনা। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে তবু কিছু রান পেয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ। বুধবার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পিএসএলে প্রথম ম্যাচেই অপরাজিত ইনিংস খেললেন রিয়াদ। রিয়াদ ভালো খেললেও তার দল ম্যাচ হেরে গেছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে রিয়াদের দল। আসাদ শফিক সর্বোচ্চ ৪৫ রান করলেও তা টি-টোয়েন্টি মেজাজের ছিল না। এই রান করতে তিনি খরচ করেন ৪২টি বল! ১৫ বলে ২৬ রান করে আহমেদ শেহজাদ ফিরলে চাপে পড়ে কোয়েটা। এরপর মাহমুদ উল্লাহর ২০ বলে ২ চার ১ ছক্কায় অপরাজিত ২৯ আর শ্রীলঙ্কার থিসারা পেরেরার ১৮ বলে ২৭ রানের ইনিংসে দলীয় সংগ্রহ ৬ উইকেটে ১৪৮ রানে দাঁড়ায়।
১৪৯ রানের লক্ষ্যে ১৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ইসলামাবাদ। ৫০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৮ রান করে দলকে একাই জয়ের বন্দরে নিয়ে যান স্যাম বিলিংস। শেন ওয়াটসন করেন ২৭ বলে ৩৬ রান। ম্যাচ সেরার পুরস্কার ওঠে বিলিংসের হাতেই। বিপিএলের চতুর্থ আসরের টুর্নামেন্ট সেরা মাহমুদ উল্লাহ এ দিন বোলিং করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন