পিএসসি পরীক্ষার সাড়ে পাঁচ হাজার খাতার খোঁজ নেই
বগুড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) তিন বস্তা খাতার খোঁজ পাওয়া যাচ্ছে না। তিন বস্তায় খাতার সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার।
শিবগঞ্জ উপজেলা থেকে কয়েকটি খাতার ফলাফল না আসায় বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে সাড়ে পাঁচ হাজার পরীক্ষার খাতা গায়েব হওয়ার ঘটনা ফাঁস হয়। ২৫ জানুয়ারি ঘটনাস্থল তদন্ত করে কমিটি তিনটি বস্তায় রাখা সাড়ে পাঁচ হাজার খাতা নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
খাতা উধাও হওয়ার ঘটনা এবং এর রহস্য উন্মোচনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী-২০১৫ পরীক্ষার ফলাফল ঘোষণার পর খাতাগুলো বস্তায় ভরে শিবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোডাউনে রাখা হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর কিছু পুনর্মূল্যায়নের আবেদন জমা হয়। আবেদন অনুযায়ী পুনর্মূল্যায়নের ফলাফল জমা দিতে বলা হয়।
উপজেলা শিক্ষা অফিস থেকে আবেদনকারীদের খাতাগুলো ১৯ জানুয়ারির মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। ২১ জানুয়ারি পুনর্মূল্যায়নের ফলাফল ঢাকায় পাঠানো শেষ তারিখ ছিল।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী জানান, পরীক্ষার খাতা গায়েব হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খাতা গায়েবের ঘটনায় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটির অপর দুই সদস্য হলেন- শেরপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম ও কাহালু উপজেলা শিক্ষা অফিসার সারেয়ার হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন