পিকনিক নিয়ে স্কুলগুলোর জন্য কোনো নির্দেশনা নেই শিক্ষা অধিদপ্তরের

পাঠ্যক্রম ও পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের আর কোন কার্যক্রম বিষয়ে নির্দেশনা নেই শিক্ষা অধিদপ্তরের। এমনকি বুধবার রাতে যশোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও আপাতত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই তাদের।
পিকনিকে আনন্দ করার জন্য তারা বেরিয়েছিলো বাড়ি থেকে। কিন্তু সেই আনন্দকে অশ্রুতে পরিণত করে লাশ হয়ে ফিরেছে শিশুরা। প্রায়শই এমন সব দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুলের পিকনিক বাসগুলো। আর তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরাসহ শিক্ষকরাও। দুর্ঘটনার কারণে আনন্দ পরিণত হচ্ছে বিষাদে।
তিন বছর আগে যশোরেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৯ শিক্ষার্থী নিহত হয়। বুধবার রাতে আবারো যশোরে পিকনিকের বাস দুর্ঘটনার শিকার হয়। যশোরের চৌগাছায় পিকনিকের বাস উল্টে শিক্ষক ও দুই ছাত্রীসহ ৫ জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় কমপক্ষে ৩০ জন।
২০১১ সালের ১১ জুলাই ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ৩৮ জন শিক্ষার্থীসহ ৪০ জন মারা যায়। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সৈদালি গ্রামে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে কি স্কুলগুলোর জন্য কোনো নির্দেশনা দিচ্ছে শিক্ষা অধিদপ্তর? এমন প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, না এমন কোনো নির্দেশনা নেই। পিকনিকের বিষয়টি পুরোপুরিই প্রতিষ্ঠানের বিষয়। সেই ব্যাপারে তাই বিস্তারিত ব্যবস্থা তারাই নেন। আর যেহেতু এমন ঘটনা বারবারই ঘটছে তাই এই ব্যাপারে বাড়তি সচেতনতাও তাদেরই নেওয়া উচিত।

প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান
ভবিষ্যতে সেভাবে কোনো নির্দেশনা দেওয়ার আপাতত কোনো সিদ্ধান্ত না থাকলেও তিনি সব স্কুলগুলোর প্রতি অনুরোধ জানান, যেন প্রতিটি প্রতিষ্ঠানই শিক্ষা সফরে গেলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মাথায় রাখেন।
সাধারণত পাঠ্যক্রম ও পড়াশোনার বিষয়টি নিয়েই ভাবেন শিক্ষা অধিদপ্তর।নিরাপত্তার বিষয়টি প্রসাশনের দায়িত্বে। তবে কোনো স্কুলের কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যশোর ট্র্যাজেডির পরও আমরা খোঁজখবর নিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করছি। বা কোথাও ইভটিজিং হলে আমাদের শিক্ষামন্ত্রীও ছুটে যান। কিন্তু এভাবে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের আলাদা কোনো সেল নেই। সেটা প্রশাসনের দায়িত্বে। আপাতত সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন