পিরিয়ডের ন্যাপকিন লাগিয়ে পাকিস্তানে ছাত্রীদের অভিনব প্রতিবাদ
স্যানিটারি ন্যাপকিনে নানা স্লোগান লিখে দেয়ালে লাগিয়ে অভিনব প্রতিবাদে নামলেন পাকিস্তানের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। পিরিয়ড নিয়ে কুসংস্কার গুঁড়িয়ে দিতেই তাদের এ সাহসী উদ্যোগ। ছাত্রীরা এ আন্দোলনের নাম দিয়েছে ‘পিরিয়ড প্রোটেস্ট’।
পিরিয়ড ঘিরে সমাজের যুক্তিহীন কুসংস্কারের মুখে চাবুক মারতেই লাহোরের বিকনহাউস ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রীরা অভিনব এ প্রতিবাদে নেমেছে। পাক সমাজের চোখ রাঙানিকে থোড়াই কেয়ার করে বিশ্ববিদ্যালয় চত্বরের দেওয়াল জুড়ে স্যানিটারি ন্যাপকিন সেঁটেছেন তাঁরা। তার ওপর লেখা হয়েছে নানা স্লোগান। কোনও প্যাডের ওপর লেখা- এই রক্ত নোংরা নয়। আবার কোথাও লেখা- পিরিয়ডস আমাদের কামুক করে তোলে।
কিন্তু হঠাত্ কী কারণে চূড়ান্ত রক্ষণশীল পাকিস্তানে এমন আন্দোলনের ঝুঁকি নেওয়া?
আন্দোলনে যুক্ত ছাত্রী মাভেরা রহিম জানিয়েছেন, ‘পিরিয়ডস নিয়ে স্বাস্থ্য বিষয়ক প্রচারের অভাবে বেশ কিছু ছোঁয়াচে রোগে ভোগেন এদেশের মেয়েরা। যুগে যুগে প্রতিটি সভ্য সমাজ নিজস্ব ভঙ্গিতে পিরিয়ড সম্পর্কে মত প্রকাশ করেছে। শারীরিক এই প্রক্রিয়া কোথাও উত্সবের মাধ্যমে উদযাপন করা হয়, আবার কোথাও তা নারীর লজ্জা হিসেবে তুলে ধরা হয়। আমাদের সমাজে পিরিয়ড নিয়ে লুকোচুরি ও অস্বস্তি দূর করতেই এ পদক্ষেপে সামিল হয়েছি।’
লাহোরের ছাত্রীদের অসামান্য সাহস এবং সংকল্পকে কুর্নিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন