মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পিলখানায় বিডিআর হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ

পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মামলায় আপিলের শুনানি শেষ হয়েছে, শুরু হচ্ছে যুক্তিতর্ক। আজ রোববার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক শুরু করবেন বলে জানা গেছে। প্রথমে ডেথ রেফারেন্স নিয়ে শুনানি করবেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

বিডিআর হত্যাকাণ্ডের মামলায় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে.এম. জাহিদ সরোয়ার কাজল জানান, আমরা মোট ১২৪ কার্যদিবসে (মোট তিনশত ৭২ ঘন্টা) পেপারবুক পড়ে শেষ করেছি।

রোববার হাইকোর্টের বিচারপতি শওকত হোসেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবেন।

গত ১৮ জানুয়ারি থেকে এ আপিলের শুনানি শুরু হয়। পিলখানা বিডিআর হত্যা মামলার চার ধরনের আপলি হয়েছে। সবগুলো আপিলের শুনানি এক সঙ্গে চলে। বাদী পক্ষের ছয়শত ৫৪ জন সাক্ষীদের বক্তব্য ও বিচারিক আদালতে রায় আদালতে উপস্থাপন শেষ হবার মধ্য দিয়ে শেষ হয় পেপারবুক পড়া।

আসামিপক্ষে শুনানিতে উপস্থিত থাকছেন আইনজীবি আমিনুল ইসলাম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবি সুলতানা আক্তার রুবী, আইনজীবি শামীম সরদার ও আইনজীবি জহিরুল আমিন। তারা দাবি করছেন, এতো বড়ো মামলা পরিচালনায় শুধু রাষ্ট্রপক্ষ নয়, আমাদেরও অভিজ্ঞতা ছিলো না। তবে রাষ্ট্রপক্ষ দ্রুততার সাথে অগ্রাধিকার দিয়ে মামলার কার্যক্রম শেষ করেছে। তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবো। আশা করি আমরা আমাদের বক্তব্য উপস্থাপনের জন্য প্রয়োজন মতো সময় পাবো।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এ ঘটনায় ৮৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় সিআইডি। দীর্ঘ শুনানি শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর রায় দেন ঢাকার একটি বিশেষ জজ আদালত। এর মধ্যে বন্দি অবস্থায় চার জন মারা গেছেন। বাকি ৮৪৬ জন আসামির মধ্যে ১৫২ জনের ফাঁসি, ১৬১ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বিভিন্ন মেয়াদে সাজা হয় ২৫৬ জনের। খালাস পান ২৭৭ জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির মধ্যে ১৪ জন পলাতক।

অন্যদিকে রায়ের পর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এসব আসামিদের মধ্যে কারাগারে থাকা ১৪১ জনের পক্ষে জেল আপিল এবং রাষ্ট্রপক্ষে ১৫২ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়। বাকি সাজাপ্রাপ্তদের মধ্যে ১১৪ জন আপিল করেছেন। আর খালাস পাওয়াদের মধ্যে ৬৯ জনের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। গত ১৮ জানুয়ারি চাঞ্চল্যকর মামলায় করা আপিলের ওপর শুনানি শুরু হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা