পুড়ল বাস, এক ভ্যান চালক বাঁচালেন ৩০ যাত্রীর প্রাণ (ভিডিও)

: প্রায় ত্রিশজন যাত্রিকে নিয়ে সল্টলেক থেকে বর্ধমান যাচ্ছিল বাসটি। বর্ধমান শহরে ঢোকার পরেই এই দুর্ঘটনা। সরকারী বাসে আগুন। এক ভ্যান চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন প্রায় ৩০ জন যাত্রী। আজ সোমবার সকালে বর্ধমানের ২নং জাতীয় সড়কে তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বর্ধমানের ২নং জাতীয় সড়কে তেলিপুকুর এলাকায় আসার পরেই বরুণ দাস নামে স্থানীয় এক ভ্যান-রিক্সাচালক বাসের তলা থেকে আগুন বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে সে হাত তুলে বাসটিকে দাঁড় করায়। বাসের সমস্ত যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয় তখনই। এর পরেই বাসটি জ্বলতে শুরু করে।
প্রথমে স্থানীয় মানুষ নিজেরাই আগুন নেভাতে শুরু করে। খরব দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে যাত্রীদের মধ্যে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
https://youtu.be/nB2nWFrhSdY
এই সংক্রান্ত আরো সংবাদ

সেলুন ব্যবসার আড়ালে চলছে নতুন করে অবৈধ অন্য কিছু (ভিডিও)
সেলুন ব্যবসার আড়ালে চলছে নতুন করে অবৈধ অন্য কিছু (ভিডিও)বিস্তারিত পড়ুন

দিন-দুপুরে মেয়েটির ভঙ্গি দেখে অবাক সবাই! (ভিডিওসহ)
দিন-দুপুরে মেয়েটি যা করল দেখলে আপনিও টাস্কি খাবেন! দিন-দুপুরে মেয়েটিবিস্তারিত পড়ুন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম (ভিডিওসহ)
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম। তিনি চীনে অনুষ্ঠেয় আগামীবিস্তারিত পড়ুন