পুরস্কারের ১ কোটি রুপি দান করলেন ইউনিস খান
চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অভিনন্দন আর পুরস্কারে ভাসছে পাকিস্তান ক্রিকেট দল। ওয়ানডে দলে না থাকলেও এই পুরস্কারের তালিকায় নাম ছিল পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান ইউনিস খানের। ইউনিস ওয়ানডে খেলেছিলেন সর্বশেষ ২০১৫ সালের ১১ নভেম্বর। গত মে মাসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর মাধ্যমে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসায় পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের ক্রিকেটারদের সঙ্গে তার হাতেও পুরস্কারের চেক তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলে যাওয়া ইউনিস সরফরাজদের বিভিন্ন পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করেছেন। এজন্যই তার নাম পুরস্কারের তালিকায়। ক্রিকেটারদের জন্য এই পুরস্কারের অর্থের পরিমাণ ১ কোটি রুপি। যার পুরোটাই ইউনিস দান করে দিয়েছেন দুটি ফাউন্ডেশন আর একটি হাসপাতালে। তিনটি প্রতিষ্ঠানই দাতব্য প্রতিষ্ঠান হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে।
এক ভিডিও বার্তায় ৩৯ বছর বয়সী ইউনিস বলেছেন, ‘এই পুরস্কার পাওয়ায় আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই টাকা ইধি ফাউন্ডেশন, ইন্দুস হাসপাতাল ও দ্য সিটিজেনস ফাউন্ডেশনে দান করে দেব। ‘
দাতব্য প্রতিষ্ঠানগুলো পুরো টাকাটাই যেন হতদরিদ্র মানুষদের সেবায় কাজে লাগাতে পারে সেজন্য আয়কর সরকারের কাছে একটা আবেদনও করেছেন ইউনিস। আবেদনে এই টাকার ওপর কোনো কর আরোপ না করার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ টেস্ট রানের মালিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন