পুরোহিত হত্যার পর ঝিনাইদহে বিভিন্ন মন্দিরের পুরোহিতদের মধ্যে আতংক
ঝিনাইদহে মন্দিরের পুরোহিতদের মধ্যে হত্যা আতংক বিরাজ করছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার করাতিপাড়া গ্রামের সত্য গোপাল গাঙ্গুলীর ছেলে আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলাকেটে হত্যার পর তাদের মধ্যে এ আতংক বিরাজ করছে। আনন্দ গোপাল নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সহ বিভিন্ন মন্দির ও বাড়িতে পূজা করতেন। তার হত্যাকাণ্ডের পর অন্যান্য মন্দিরের পুরোহিতরাও আতংকের মধ্যে রয়েছেন। অনেক পুরোহিত মন্দিরে দ্রুত পূজার কাজ শেষে বাড়ি ফিরে গেছেন। এছাড়া অনেক মন্দিরে পুরোহিত শূণ্যতা দেখা গেছে।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক মন্টু গোপাল জানান, মন্দিরের পুরোহিতদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। সকালে আনন্দ হত্যাকাণ্ডের খবর শুনে মায়ের মন্দিরের পুরোহিত তৈলকুপ গ্রামের রামকৃষ্ণ ব্যানার্জী ও দীনেস ভট্রাচার্য্যকে পুলিশ পাহারায় বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
পুুলিশ পাহারায় নলডাঙ্গা মন্দিরের পুুরোাহিতদের বাড়ি পৌছিয়ে দেবার ব্যাপারে জানতে নলডাঙ্গা ক্যাম্পের আইসি এএসআই গোলাম রহমানের কাছে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিভিস না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন