বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুরো নাম না জানায় শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ নেতার পুরো নাম না জানায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা হলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিলু হোসেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা হলে ৩১৬ নম্বর কক্ষে থাকেন।

অন্যদিকে, মারধরের অভিযোগ ওঠা বোরজাহান আলী বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রাণীবিদ্যা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী।

মারধরের শিকার শিলু হোসেন বলেন, ‘আজ ফারুক হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যাওয়ার জন্য ডেকে যায়। এরপরে ওই হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরজাহান আমার কক্ষে আসে। একটি বই পড়ছি, দুই-এক মিনিটের মধ্যেই শেষ হবে, শেষ করেই আসছি বললে ওই নেতা বলে, ‘আমাকে চেন?’ আমি বলি, চিনি। আমাকে তার নাম বলতে বললে আমি বলি, বরজাহান। কিন্তু ‘বোরজাহান আলী’ না বলায় সে আমার মাথায় কিল-ঘুষি ও পেটে লাথি মারতে থাকে।’

ওই ছাত্রলীগ নেতা হুমকি দিয়ে গেছে উল্লেখ করে শিলু হোসেন বলেন, ‘কক্ষ নম্বর দেখে রাখ, পরে ওকে দেখছি।’

জানতে চাইলে বোরজাহান আলী বলেন, আজকে আমাদের কর্মসূচি ছিল, কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমাদের ছেলেপেলে গিয়ে ডেকে আসে। আমিও পরে ডাকতে গেছি। শিলুকে ডাকতে গেলে ও আমার সঙ্গে বেয়াদবি করেছে। তাই আমি তাকে ধাক্কা দিয়েছি, মারিনি।

এদিকে, কর্মসূচিতে আসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব হলের শিক্ষার্থীদেরকেই বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন। শিক্ষার্থীরা ক্লাস বা পরীক্ষার উদ্দেশে বের হলে তাদের আটকানো হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের কোনো কর্মসূচি থাকলে শিক্ষার্থীদের কক্ষে গিয়ে তাদের জোর করে কর্মসূচিতে নিয়ে আসা হয়। কর্মসূচিতে আসতে না চাইলে তাদের বিভিন্ন হুমকি দেয়া হয়। কর্মসূচিগুলোতে বড় মিছিল নিয়ে যোগ দেয়ার ক্ষেত্রে হলগুলোর ছাত্রলীগের প্রতিযোগিতার কারণে শিক্ষার্থীদের বাধ্য করার প্রবণতা বাড়ছে বলেও অভিযোগ অনেকের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমি প্রত্যেক হলের নেতাকর্মীদের বলে এসেছি, কাউকে জোর করে অনুষ্ঠানে আনা যাবে না। শিক্ষার্থীদের আসার জন্য বলবে, শিক্ষার্থীরা স্বেচ্ছায় আসলে ভাল, না আসলে সমস্যা নাই। তারপরও এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমি তাদের সঙ্গে অনুষ্ঠান শেষে বসবো, বসে বিস্তারিত জানার পর ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

  • এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
  • টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
  • মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল