পুলিশকে ধাক্কা মেরে পালালো আসামি!
বগুড়া: বগুড়ার শেরপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দফতর থেকে রিকশাযোগে থানায় নেওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে ধাক্কা মেরে হ্যান্ডকাপ পরা অবস্থায়ই পালিয়ে গেছে আব্দুর রহিম নামে এক সাজাপ্রাপ্ত আসামি।
সোমবার (৩০ মে) বিকেলে শেরপুর পৌরসভার উত্তর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহিম উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জয়নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা জানান, ওই আসামি মাদকাসক্ত। তার অত্যাচারে অতিষ্ট হয়ে বাবা নুরুল ইসলাম দুপুরে তাকে থানা পুলিশে সোপর্দ করেন। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফিরোজুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত আব্দুর রহিমকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ ঘোষণার পর পৌরসভা সংলগ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তর থেকে রিকশাযোগে হ্যান্ডকাপ লাগিয়ে সাজাপ্রাপ্ত এ আসামিকে থানায় নিয়ে যাচ্ছিলেন এসআই শামসুজ্জোহা। কিন্তু উত্তর সাহাপাড়া এলাকায় পৌঁছালে আব্দুর রহিম তাকে ধাক্কা মেরে রিকশা থেকে ফেলে দিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
শেরপুর থানার আরেক এসআই বুলবুল ইসলাম জানান, ঘটনার পর থেকে আব্দুর রহিমকে ধরতে বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনও তাকে ধরা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন