পুলিশের বুটের লাথির আঘাতে মৃত্যুর সঙ্গে লড়ছে অন্তঃসত্ত্বা গৃহবধূ..!!

গভীর রাতে পুলিশের বুটের লাথির আঘাতে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। সোমবার গভীর রাতে প্রত্যাশিত টাকা না পেয়ে পুলিশ বস্তিতে ঢুকে ৩০ বছর বয়সী গৃহবধূ জহুরার পেটে বুট জুতা পায়ে সজোরে উপর্যুপরি লাথি মারে। এতে তার রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে টঙ্গী হাসপাতাল নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার দুপুরে জহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। মঙ্গবার সন্ধ্যার পর জহুরার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এলাকাবাসী টঙ্গীতে ভাঙচুর শুরু করে। টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানিয়েছে, সোমবার গভীর রাতে বস্তিতে ঢুকে পুুলিশ ৩০ বছর বয়সী গৃহবধূ জহুরাকে মাদক ও দেহ ব্যবসায়ী হিসাবে আখ্যায়িত করে অর্থ দাবি করে। আশপাশের বস্তির লোকদের কাছ থেকে ধার-কর্য করে জহুরা নাছরবান্দা পুলিশের হাতে পাঁচ হাজার টাকা দিলে পুলিশ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আরও টাকা দাবি করে। জহুরা বাড়তি টাকা দিতে না পারায় তার ওপর চড়াও হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান, জহুরা পুলিশের ভয়ে ৫ হাজার টাকা দেয়ার পরও তাকে রেহাই দেয়নি। পাঁচ হাজার টাকা পেয়ে পুলিশ ক্ষিপ্ত হয়ে পুলিশের এসআই বিপ্লব চার মাসের অন্তঃসত্ত্বা জহুরার তলপেটে উপর্যুপরি লাথি মারেন ও মারধর করেন। এতে সে গুরুতর আহত হয় এবং তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, জহুরার তলপেটে আঘাত লাগার কারণে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
এবিষয়ে যোগাযোগ করা হলে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব জহুরাকে তলপেটে লাথি মারার কথা অস্বীকার করে বলেন, জহুরা একজন মাদক ও দেহ ব্যবসায়ী। তার স্বামী রানা একজন মোবাইল চোর। তাকে আটকের জন্য গিয়ে জহুরাকে ইয়াবা সেবন করা অবস্থায় পাই। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে আমাকে অসুস্থতার কথা জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন