পুলিশ কনস্টেবলের মুখে এসিড নিক্ষেপ
রাজধানীর বংশালে দায়িত্ব পালনরত অবস্থায় এসিড হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। তার নাম মো. রফিকুল আলম (৪৮)।
মঙ্গলবার রাত ১২টার দিকে বংশাল পুলিশ ফাঁড়ির ওই কনস্টেবল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় মোটরসাইকেল আরোহীর ছোড়া এসিডে তার মুখের একাংশ দগ্ধ হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অবজার্ভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার মুখের একাংশ ঝলসে গেছে।
জানা গেছে, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে দায়িত্বরত চারজন পুলিশের সামনে দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছিল। ওই মোটর সাইকেলে চালকসহ তিনজন আরোহী ছিল। মোটরসাইকেলটি পুলিশের সিগন্যাল পেয়ে গতি থামিয়ে আরোহীদের একজন পুলিশের মুখে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে দগ্ধ হন কনস্টেবল রফিকুল আলম।
এসআই রুপম কুমার বিশ্বাস জানান, এসময় ধাওয়া করে একজনকে আটক করা হয়েছে। তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হওয়ায় তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন