পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় মেরে পালালেন যুবলীগ নেতা
রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইউসুফ আলীকে থাপ্পড় মেরে পালিয়েছে এক যুবলীগ নেতা। সোমবার উপজেলার নারায়ণপুর বাজারে কয়েক শ লোকের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক ইউসুফ আলী মোটরসাইকেল নিয়ে নায়ারণপুর বাজারে যান। এরপর কাঁচা বাজারের পার্শ্বে ফাকা রাস্তায় মোটরসাইকেল রেখে অন্যপাশে দাঁড়িয়ে তিনি মোবাইল ফোনে কথা শুরু করেন। এ সময় শুভ নামে এক সাইকেল আরোহীর সঙ্গে তার ধাক্কা লাগলে ইউসুফ আলী তাকে একটি থাপ্পড় মারেন ।
এদিকে ওই ঘটনার অল্প কিছুক্ষণ পর জেলা যুবলীগের সদস্য ও সাবেক বাঘা থানা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আব্দুস সামাদ সরকারের ছেলে আবুল কালাম মিঠু মোটরসাইকেলে করে তার সন্তানকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথে একই স্থানে মিঠুর মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে ধাক্কা লাগে ইউসুফ আলীর। এ ঘটনায় মিঠুকে মারতে উদ্যত হন ওই পুলিশ কর্মকর্তা। বাকবিতণ্ডার এক পর্যায়ে মিঠু ইউসুফ আলীর দুই গালে থাপ্পড় মারে। এ সময় ওই পুলিশ কর্মকর্তা পকেট থেকে পিস্তল বের করে মিঠুকে আটক করার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তিনি পালিয়ে রক্ষা পান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, কোনো থাপ্পড় মারার ঘটনা ঘটেনি। তুচ্ছ একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন