চট্টগ্রামে ডিআইজি শফিকুল ইসলাম
‘পুলিশ মেরে বেহেশতে যেতে চায় জঙ্গিরা’
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, “জঙ্গিরা নামাজ-রোজা পালন না করেই বেহেশতে যেতে চায়। তাই তারা বেহেশতে যাওয়ার সহজ পথ হিসেবে জঙ্গিবাদকে বেছে নিচ্ছে। ” রবিবার স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্টানে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার সাহাব উদ্দিন ও মুক্তিযোদ্ধা সংসদ নগর কমান্ডার মোজাফফর আহমদ।
এ সময় ডিআইজি আরও বলেন, ‘কয়েকদিন আগে সীতাকুণ্ড থেকে জঙ্গি ধরা হয়। তাদের জিজ্ঞাসা করা হয়- নামাজ পড়? উত্তর দেয়, না। গত রমজানে রোজা রেখেছিলে? উত্তর দেয়, না। জঙ্গি হয়েছে কেনো? উত্তর দেয় পুলিশ মেরে বেহেশতে যেতে। ’
এছাড়াও পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাক বাহিনী গণহত্যা চালিয়েছিল। এ বছরের একইদিনে তাদের পেতাত্মরা সিলেটে গণহত্যা চালিয়ে দুজন পুলিশ কর্মকর্তা, দুজন ছাত্রনেতা ও দুজন সাধারণ মানুষকে হত্যা করেছে। ”
এই সংক্রান্ত আরো সংবাদ
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন
পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন
ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন