পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবার আন্দোলনে ঢাকা কলেজ

এবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার কলেজটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে (মিরপুর রোডে) অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।
রোববার বেলা ১১টায় থেকে দুপুর একটা পর্যন্ত টানা দুই ঘণ্টা তারা বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে ঢাকা কলেজ কে ‘ঢাকা সেন্টাল ইউনিভার্সিটি’ বা অন্য কোন নামে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করার দাবিতে স্লোগান দেয়। শিক্ষার্থীরা জানান, অধিভুক্ত হওয়ার একমাস পেরিয়ে গেলেও তারা ঢাবি প্রশাসন থেকে কোন ধরনের নীতিমালা বা নির্দেশনা পায়নি বলেই তারা ক্ষোভ প্রকাশ করছেন।
ঢাকা কলেজের মাস্টার্স শিক্ষার্থী এবিএম নিয়ামত উল্লাহ বলেন, ‘আমরা শঙ্কিত, একদিকে ঢাবি শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করতে পারছে না। আমাদের অধিভুক্তি বাতিলের জন্য তারা আন্দোলন করেছে। অথচ এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। তাছাড়া ঢাবির অধিনে আরো অধিভুক্ত কলেজ রয়েছে। আমরা এখন কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি তা কোথাও বলতে পারছি না। আগে আমরা বলতাম জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন ঢাবির পরিচয় দিলে ঢাবি শিক্ষার্থীরা অসন্তোষ জানাবে। এমন অবস্থায় আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবি করা ছাড়া আর কিছু করার নেই।’
টানা দুই ঘণ্টার ওই বিক্ষোভ সমাবেশে কোন অপ্রীতির ঘটনা ঘটেনি। তবে আশে পাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরেন সাধারণ যাত্রীরা। এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ঢাকা কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা আন্দোলন শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে গেছে এবং বর্তমানে নিউমার্কেটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
উল্লেখ্য, ঢাবির অন্তুর্ভুক্ত হওয়ার আগে বেশ কয়েক দফায় আন্দোলন করেছিল ঢাকা কলেজ শিক্ষার্থীরা। তারা রাজধানীর প্রেসক্লাবেও বিশাল মানববন্ধনের আয়োজন করে তাদের দাবি জানিয়েছিল সরকারের কাছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন