রিজার্ভ চুরি
‘পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ ‘খোয়া’ যাওয়ার ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দিলেও ‘পূর্ণাঙ্গ রিপোর্ট’ পাওয়ার আগে তা প্রকাশ করা হবে না।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউজ কুপারসের (পিডব্লিউসি) বাংলাদেশ শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
ফরাসউদ্দিন কমিটির প্রাথমিক প্রতিবেদন পড়েছেন কীনা জানতে চাইলে মুহিত বলেন, “চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সাংবাদিকদের জানানো হবে।”
তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন বুধবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর কাছে অন্তর্বর্তীকালীন ওই প্রতিবেদন জমা দেন।
পরে তিনি বলেন, “৩০ দিনের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। আমরা তাই দিয়েছি।”
এর সার-সংক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, “সেটাতো বলা যাবে না। আমরা সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছি। সরকারই আপনাদের (সাংবাদিকদের) জানাবে।”
প্রতিবেদনের বিষয়বস্তু জানতে চাইলে অর্থমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেন, “এই রিপোর্ট তো তাদের অন্তর্বর্তী রিপোর্ট। আড়াই মাস পর তারা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। তখন বিস্তারিত বলা যাবে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের গচ্ছিত ১০ কোটি ১০ লাখ ডলার গত ফেব্রুয়ারিতে ফিলিপিন্স ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয় ভুয়া বার্তা পাঠানোর মাধ্যমে। এরপর গত ১৫ মার্চ ৩ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন