শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পূর্বজন্ম থেকে পরিচিত কেউ কি এ জন্মেও আপনার নিকটজন? যে ৬টি লক্ষণ দেখে বুঝবেন..

জন্মান্তরবাদে যাঁরা বিশ্বাস করেন তাঁরা মনে করেন, মৃত্যুর পরে জীবের আত্মা এক দেহ থেকে বেরিয়ে এসে প্রবেশ করে অন্য দেহে। দেহ পরিবর্তিত হয়, কিন্তু আত্মা থাকে অপরিবর্তিত। বলা হয়, যেহেতু প্রতিটি জীবই জন্মান্তর প্রাপ্ত হয়, সেহেতু এমনটাও হতে পারে যে, একজন্মে পরিচিত কিংবা ঘনিষ্ঠ দু’টি মানুষের দেখা হয়ে যেতে পারে তাদের পরের জন্মেও। আপনার পরিচিতদের মধ্যেও কি তেমন কেউ রয়েছেন, যাঁকে আপনি পূর্বজন্ম থেকেই চেনেন? প্রখ্যাত জন্মান্তর বিশেষজ্ঞ মাইকেল নাইট জানাচ্ছেন ৬টি এমন লক্ষণের কথা, যেগুলির মাধ্যমে জানা যেতে পারে কারোর সঙ্গে আপনার জন্মান্তরের পরিচয় রয়েছে কি না। জেনে নেওয়া যাক সেই ৬টি লক্ষণ—

১. কারোর সঙ্গে আলাপ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পূর্ব-পরিচিত বলে মনে হওয়া: এমনটা অনেক সময় হয়ে থাকে যে, কারোর সঙ্গে নতুন আলাপ হল আপনার। কিন্তু আলাপের সঙ্গে সঙ্গেই, কিংবা তাকে দেখা মাত্রই আপনার মনে হল, এ যেন আপনার কতদিনের চেনা, কত আপনজন। মাইকেলের মতে, এটা হতে পারে গত জন্মের পরিচিত কারোর সঙ্গে দেখা হওয়ার লক্ষণ।

২. আলাপের পর মুহূর্ত থেকেই কারো প্রতি আন্তরিক টান অনুভব করা: কারো সঙ্গে আলাপ হওয়ার পর থেকেই যদি সর্বক্ষণ সেই মানুষটার সান্নিধ্য আপনার কাছে কাম্য বলে মনে হয়, যদি সব সময় কেবল তার চিন্তাই মাথায় ঘোরে, তাহলে এমনটা হতেই পারে যে, পূর্বজন্মের পরিচিত কাউকে আপনি খুঁজে পেয়েছেন।

৩. কারোর উপস্থিতি আপনার মানসিকতাকে বিপুলভাবে প্রভাবিত করছে: আপনার পরিচিত কোনও একজন বিশেষ মানুষ আপনার কাছে থাকলে কি আপনার মন অকারণ আনন্দে ভরে ওঠে, কিংবা তার উপস্থিতি কি কোনও কারণ ছাড়াই আপনাকে বিমর্ষ অথবা উত্তেজিত করে তোলে? তাহলে এমনটা হতেই পারে যে, আপনাদের দু’জনের পূর্বজন্মে একযোগে ঘটে যাওয়া কোনও ঘটনা আপনাদের এই জন্মের সম্পর্ককেও প্রভাবিত করছে।

৪. কারো সঙ্গে কোনও ঘটনা আগেও ঘটে গিয়েছে বলে মনে হওয়া: কারো সঙ্গে কোনও জায়গায় বেড়াতে গিয়েছেন, বা কথা বলছেন কোনও, এমন সময় হঠাৎ কি আপনার মনে হচ্ছে, এই জায়গায় আপনি আগেও এসেছেন, কিংবা এই কথাগুলো আগেও বলেছেন? সেরকম কিছু হলে ধরে নিতে পারেন যে, যাঁর সঙ্গে এমনটা ঘটছে, তাঁর সঙ্গে গতজন্মেও পরিচয় ছিল আপনার।

৫. কোনও কারণ ছাড়াই কেউ আপনাকে সাহায্য করছে: কেউ কি কোনও বিষয়ে আপনাকে আন্তরিকভাবে সাহায্য করছে, অথচ আপনি তার এই সহায়ক মনোভাবের সঙ্গত কারণ খুঁজে পাচ্ছেন না? তাহলে সম্ভাবনা রয়েছে যে, ওই মানুষটি আগের জন্ম থেকেই আপনার পরিচিত।

৬. কেউ আপনাকে কোনও জিনিস দিয়ে ফেরত নিচ্ছে না: কেউ কোনও জিনিস, যেমন ধরুন বই, কিংবা পেন, অথবা টাকাপয়সা আপনাকে ধার দিয়েছিল, কিন্তু ফেরত নিচ্ছে না, এমনকী আপনি বুঝতে পারছেন, জিনিসটা কোনও দিনই আর ফিরিয়ে দেওয়া হবে না জিনিসের আসল মালিককে। তাহলে সেই মানুষটি আপনার পূর্ব জন্মের পরিচিত হওয়ার সম্ভাবনা প্রবল।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ