রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৃথক সড়ক দুর্ঘটনায় আনিসুল হকের গৃহকর্মীসহ নিহত ৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের গৃহকর্মী, দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের গৃহকর্মী মাজেদা বেগম (৪৫), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী নাছিমা বেগম (৩৫) ও আবদুল খালেক মীর (৪৫)।

বুধবার (১৮ মে) সকাল ৮টায় রাজধানীর গুলশান নতুন রাস্তার বাঁশতলা এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় মাজেদা বেগম গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে তার স্বামী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টায় মাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত মাজেদার স্বামী আলাউদ্দিন মিয়া জানান, তার স্ত্রী মাজেদা বেগম ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের বাসায় ঠিকা কাজ করতো। সকালে মেয়রের বাসায় কাজ করার উদ্দেশ্যে রওয়ানা হন মাজেদা বেগম। রাস্তা পারাপারের সময় বাসের চাপায় মারাত্মক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি।

আলাউদ্দিন আরও জানান, তারা ভাটারা নুরের চালা এলাকায় বসবাস করেন এবং তাদের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে।

অপর দুর্ঘটনায় গুলিস্তান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের চাপায় নাছিমা বেগম নামে দক্ষিণ সিটি করপোরশনের এক পরিচ্ছন্ন কর্মী নিহত হয়েছেন। বুধবার (১৮ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তার সহকর্মী নুর জাহান বেগম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক নাছিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

নুর জাহান বেগম বলেন, নাছিমা বেগম গুলিস্তানে তার কাজ শেষ করে রাস্তা পার হচ্ছিল। এমন সময় বাসের চাপায় মারাত্মক আহত হন তিনি। নিহত নাছিমা কুমিল্লা জেলার গৌরিপুর উপজেলার শাহজাহান মিয়ার স্ত্রী।

ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদশর্ক মোজাম্মেল হক তাদের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

এছাড়া মিরপুর বেড়িবাঁধ গোরান চটবাড়ি এলাকায় মাইক্রোবাস চাপায় আবদুল খালেক মীর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল খালেকের গ্রামের বাড়ি বরগুনায়। সে মিরপুর-১ গুদাড়া ঘাট এলাকায় থাকতো।

শাহআলী থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র দেবনাথ জানান, মাইক্রোবাসের চাপায় আবদুল খালেক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী