পৃথিবীর এই জায়গায় ৭৮ দিন পর সূর্য অস্ত যায়, কারণ শুনলে চমকে উঠবেন
ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্য়কির সবচেয়ে উত্তরের ‘নুয়রগাম’ গ্রামে প্রায় আড়াই মাস ধরে সূর্য কখনোই সম্পূর্ণভাবে অস্ত যায় না। এর ফলে এ সময়গুলোতে রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলির ম্লান আলো বজায় থাকে সারারাত। এ অঞ্চলের উত্তরাংশেও বছরে দুই-আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণ অস্ত যায় না।
রাতের বেলা সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আসেন।আবার শীতের দুই-আড়াই মাস এ গ্রামে সূর্যই ওঠে না। পৃথিবীর অক্ষরেখা তার সমতলের ২৩.৫ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে থাকে।
আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায়। কিন্তু যখন কুমেরু অঞ্চলে শীতকাল, তখন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না। কারণ সূর্য সেখানে ওঠেই না। ফিনিশ মিটিওরোলজিকাল ইনস্টিটিউটের কর্তব্যরত আবহাওয়াবিদ ইয়ারি তইবোনেন জানান, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্য়কির সবচেয়ে উত্তরের ‘নুয়রগাম’ গ্রামে সূর্যোদয় হয়েছে ১৫ মে রাত ১টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে আগামী ২৯ জুলাই রাত ১২টা ৪২ মিনিটে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন