পৃথিবীর দীর্ঘতম দাম্পত্য জীবনের অবসান
ব্রিটেনে গত বছর ১১০ বছর বয়সে নিজের ৯০তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন। যা বিশ্বের দীর্ঘতম বৈবাহিক জীবন কাটানোর রেকর্ডও। আগামী ৬ সপ্তাহ পরেই ছিল তার ১১১তম জন্মদিন। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন করম চন্দ নামের ওই প্রবাসী ভারতীয়।
করমের স্ত্রীর নাম কারতারি চন্দ। বয়স ১০৩ বছর। একশো অতিক্রম করা এই দম্পতি থাকতেন ব্র্যাডফোর্ডের কাছে গিরলিংটনে।
১৯০৫ সালে পাঞ্জাবের জলন্ধরের কারারি গ্রামের এক কৃষক পরিবারে জন্ম করম চন্দের। ১৯২৫ সালে কারতারি চন্দের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবন্ধ হওয়ার পর ১৯৬৫ সালে ব্রিটেনে পাড়ি জমান তারা। বর্তমানে চার পুরুষের এই বংশে করম চন্দের ছিল আট সন্তান, ২৭ জন নাতি-নাতনি ও বেশ কয়েক ডজন প্রপ্রৌত্র।
জলন্ধরের করারি গ্রামে থাকেন করম চন্দের এক ছেলে হরভজন চন্দ (৬৭)। তিনি জানিয়েছেন, দু’বছর আগে ব্রিটেনের বাকিংহাম প্যালেসে সাক্ষাতের জন্য তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন রানি। কারণ তারাই ছিলেন বিশ্বের দীর্ঘতম বৈবাহিক জীবন অতিক্রমকারী দম্পতি।
চন্দ দম্পতির বৈবাহিক জীবন ছিল ৯০ বছর ২৯১ দিনের। যা বিশ্বের দীর্ঘতম দাম্পত্য জীবন হলেও তাকে এখনও স্বীকৃতি দেয়নি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বর্তমানে বিশ্বের দীর্ঘতম বৈবাহিক জীবনের খেতাব রয়েছে এক মার্কিন দম্পতির (৮৬ বছর) অধীনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন