‘পৃথিবীর শ্রেষ্ঠ ১০ রাষ্ট্রপ্রধানের মধ্যে একজন শেখ হাসিনা’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার এসকে সিনহা বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ১০ রাষ্ট্রপ্রধানের মধ্যে একজন শেখ হাসিনা। আজ শুক্রবার দুপুরে সিলেটের মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া মডেল তৈরির রাষ্ট্রনায়কদের সাথে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আখ্যা দিয়েছেন তিনি।
বিচারপতিদের অবসরের পর রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী বলে প্রধান বিচারপতির অভিমতকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রায়কে আইনজ্ঞ ও বিএনপি নেতারা অবৈধ বলছেন।
ওই রায় দেখিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে নিজের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারি এক তরফা নির্বাচন করে ক্ষমতায় আছেন শেখ হাসিনা। সুরেন্দ্র কুমারের বক্তব্যকে কেন্দ্র করে শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী ও তার সরকারকেও অবৈধ বলছে বিএনপি। কিন্তু শুক্রবার দুপুরে সিলেটের মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান বিচারপতির মুখেই শোনা গেল প্রধানমন্ত্রীর ব্যাপক প্রশস্তি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই সফলতাকে সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শেখ হাসিনাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়া তৈরির রাষ্ট্রনায়কদের সঙ্গে তুলনা করা হয় মন্তব্য করে তিনি বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২০-৩০ বছর পর বাংলাদেশ উন্নত দেশের কাতারে চলে যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন