পৃথিবীর সেরা ১০টি জায়গা, যেখানে বৈধ প্রকাশ্য নগ্নতা
প্রকাশ্য নগ্নতা পৃথিবীর বহু দেশেই এখনও অপরাধের আওতাতেই পরে। কিন্তু পৃথিবীর এমন অনেক জায়গাই আছে, যেখানে প্রকাশ্যে নগ্নতাই দস্তুর, যেখানে এই বিষয়টা নিয়ে কেউ মাথাও ঘামায় না, অপরাধ হিসেবেও ধরা হয় না। সেই রকমই ১০টি জায়গার সন্ধান থাকল:
১. ফ্লোরিডাক নেকে়ড বিচ, মার্কিন যুক্তরাষ্ট্র— মিয়ামির হ্যালুওভার বিচে নগ্নতা বৈধ। এখানে পোশাক অপশনাল।
২. নেকে়ড বডি আর্ট ফেস্টিভ্যাল, অস্ট্রিয়া— অস্ট্রিয়াতে এই ফেস্টিভাল প্রকাশ্যেই মানুষের নগ্ন শরীরটাকে ক্যানভাস হিসেবে ব্যবহার করা হয়। শুধু মডেলরাই নন, পথ চলতি মানুষ সানন্দে নগ্নতাতে রাজি হয়ে যান, শিল্পীদের তুলির জাদুতে তাঁদের নগ্ন শরীর জ্যান্ত রঙিন ছবিতে বদলে যায়।
৩. স্পিলট-এর নেকে়ড ক্রুজ, ক্রোয়েশিয়া— ক্রোয়েশিয়ার একটি ক্রুজ কোম্পানি এর আয়োজন করে।
ক্রোয়েশিয়া জুড়ে বিভিন্ন অপূর্ব দ্বীপে ঘুরে বেড়ানোই এই স্ক্রুজের প্রধান লক্ষ্য। অবাধ ও প্রকাশ্য নগ্নতা এই স্ক্রুজের বৈশিষ্ট্য।
৪. মিউনিখের নেকেড পার্ক, জামার্নি— এটি ইউরোপের অন্যতম বড় পাবলিক পার্ক। ১৯৬০ থেকে এখানে প্রকাশ্য নগ্নতা আইনি স্বীকৃতি পেয়েছে। তবে শুধু এখানেই নয়, মিউনিখের আরও ৬টি জায়গাতে প্রকাশ্য নগ্নতা বৈধ।
৫. কেপ দি এজের নেকেড শহর, ফ্রান্স— ফ্রান্সের এই গোটা শহরটাতেই পোশাক একটা অপশন মাত্র। ইচ্ছা না হলে পোশাক নাও পরতে পারেন। নগ্নতা এখানে সম্পূর্ণ বৈধ।
৬. নেকেড হট স্প্রিং বাথিং টোকিও, জাপান— নারী পুরুষ নির্বিশেষে এক সঙ্গে নগ্ন হয়ে স্নান করাটাই এখানকার ট্র্যাডিশন।
৭. বালির নেকেড স্পা ট্রিটমেন্ট, ইন্দোনেশিয়া— এখানে গেলে স্পা আর মেসেজের জাদুতে মন মেজাজ মুহূর্তে ফ্রেশ হয়ে যায়। পর্যটকরা এখানে নগ্নতাকে সেলিব্রেট করেন।
৮. ওয়ার্ল্ড নেকেড বাইক রাইড— পৃথিবীর বিভিন্ন শহরে প্রতি বছর ১২ মার্চ এই সাইকেল র্যালি হয়। পোশাক এখানে অপশনাল। মানুষের সুস্থ নগ্ন শরীরের সেলিব্রেশন এই র্যালির মূল থিম।
৯. হেলসিঙ্কির নেকেড সনা, ফিনল্যান্ড— হেলসিঙ্কির এই মিক্সড জেন্ডার সনাতে সবাই নির্দ্বিধায় নগ্ন হয়ে ঘুরতে পারেন।
১০. নেভেডার বার্নিং ম্যান ইভেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র— প্রতি বছর ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অত্যন্ত জনপ্রিয় ইভেন্ট চলে। এখানে পোশাকের আলাদা প্রয়োজনীয়তাই কেউ বোধ করে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন