পেশা বুঝে জীবনসঙ্গী বাছাই

কাজ এবং ভালোবাসা- এ দুটো বিষয় দারুণভাবে সম্পর্কযুক্ত। বিশেষজ্ঞরা এক গবেষণায় জানান, মানুষ তার কর্মজীবন অনুযায়ী জীবনসঙ্গীকে বেছেন নিতে পারেন। ইউএস সেনসাস ডেটা ৩.৫ বিলিয়ন মানুষের ওপর এক জরিপ চালিয়েছে। সেখানে পেশা এবং সম্পর্কের মধ্যে সামঞ্জস্য খোঁজা হয়েছে।
১. স্কুল শিক্ষক : শিক্ষিকারা অন্যান্য স্কুল শিক্ষককে বেছে নিতে পারেন। আর শিক্ষকদের জন্যেও স্কুল শিক্ষিকারা সঠিক মানুষ হয়ে ওঠেন।
২. অর্থনীতি বিশ্লেষক : নারী বিশ্লেষকদের অধিকাংশই বিয়ে করেছেন পুরুষ ফিনানসিয়াল ম্যানেজারদের। আর পুরুষ বিশ্লেষকরা স্কুল শিক্ষিকাদের বেছে নিয়েছেন।
৩. ফ্লাইট অ্যাটেনডেন্ট : এ পেশার নারীরা পুরুষ ম্যানেজারদের বেছে নেন। আর পুরুষ ফ্লাইট অ্যাটেনডেন্টরা পছন্দ করেছেন একই পেশার নারীদের।
৪. শেফ : নারী শেফ এবং হেড কুকরা পুরুষ শেফদেরই বিয়ে করতে চান। আর পুরুষর শেফরা বিয়ে করেন ওয়েট্রেসদের।
৫. কৃষক ও খামারি : নারী খামারিরা বেছে নেন পুরুষ কৃষকদের। আর পুরুষরা পছন্দ করেছেন নারী কৃষক কিংবা খামারিকে।
৬. ফিজিশিয়ান এবং সার্জন : নারী ফিজিশিয়ান এবং সার্জনরা একই পেশার নারীদের বিয়ে করতে চান। আর পুরুষরাও একই মানসিকতা ধারণ করেন।
৭. সেক্রেটারি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিসটেন্ট : এ পেশার নারীরা পুরুষ ম্যানেজারদের পছন্দ করেন। আর পুরুষ সেক্রেটারি ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিসটেন্টরা পছন্দ করেন নারী অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সুপারভাইজারদের।
৮. ওয়েটার এবং ওয়েট্রস : নারীরা বেছে নেন পুরুষ কুকদের। আর পুরুষরা বিয়ে করতে চান একই পেশার নারীদের।
৯. অভিনয় শিল্পী : অভিনেত্রীরা বিয়ে করতে চান অভিনেতাদের। আর অভিনেতাদের পছন্দের সঙ্গিনী অভিনেত্রীদের।
১০. আইনজীবী ও বিচারক : নারী আইনজীবী এবং বিচারকরা বিয়ে করতে চান একই পেশার পুরুষদের। আর পুরুষরা বিয়ে করেছেন তাদেরই সহকর্মীদের।
১১. সিইও : নারী সিইও’রা পুরুষ সিইও’দের বিয়ে করেন। আর পুরুষরা পছন্দ করেন স্কুল শিক্ষিকাদের।
১২. নার্স : নারীরা একই বিভাগের পুরুষ ম্যানেজারদের বিয়ে করেন। আর পুরুষরা বিয়ে করতে চান নারী নার্সকে।
১৩. পুলিশ অফিসার : নারী পুলিশ কর্মকর্তারা বিয়রে করে পুরুষ পুলিশদের। আর পুরুষরা বিয়ে করেন স্কুল শিক্ষিকাদের।
১৪. মার্কেটিং এবং সেলস ম্যানেজার : এ পেশার নারীরা পুরুষ ব্যবস্থাপকদের বেছে নিতে চান। আর পুরুষ মার্কেটিং এবং সেলস অফিসাররা স্কুল শিক্ষিকাদের পছন্দ করেন।
১৫. শিল্পী : নারী শিল্পীরা পছন্দ করে পুরুষ শিল্পীদের। আর পুরুষরা বেছে নিতে চান স্কুল শিক্ষিকাদের।
১৬. সিভিল ইঞ্জিনিয়ার : নারী সিভিল ইঞ্জিনিয়ারদের বেশিরভাগই বিয়ে করেছেন কসমোলজিস্টদের। আর পুরুষ ইঞ্জিনিয়াররা বিয়ে করতে চান স্কুল শিক্ষিকাদের।
১৭. মনোবিজ্ঞানী : নারী মনোবিশারদরা একই পেশার পুরুসকে চান। আর পুরুষ মনোবিজ্ঞানীরা নারী মনোবিজ্ঞানীদেরই বেছে নিতে চান।
১৮. সঙ্গীতজ্ঞ : নারী সঙ্গীতজ্ঞরা পুরুষ সঙ্গীতজ্ঞদেরই বেছে নিতে চান। আর পুরুষ সঙ্গীতজ্ঞরা একই পেশার নারীদেরই বেছে নেন।
১৯. পাইলট : নারী পাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়াররা বেশিরভাগ নারী নার্সদেরই বিয়ে করেছেন। আবার পুরুষ পাইলটরা নারী শিক্ষিকাদের বিয়ে করেছেন।
২০. বেকার : জরিপে দেখা গেছে, যে নারীরা বিগত ৫ বছর ধরে বেকার তারা ট্রাকচালককে বিয়ে করেছেন। আর একই পরিস্থিতির শিকার পুরুষরা অন্য বেকার নারীদেরই বিয়ে করেছেন। সূত্র : ইনডিপেনডেন্ট
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন