পোকামাকড়ের ‘স্মৃতিসৌধ’ জাপানে
মানুষের হাতে মারা যাওয়া পোকামাকড়ের জন্য একটি স্মৃতিসৌধ স্থাপন করেছে জাপানে। টোকিওর দক্ষিণে কামাকুরা শহরে কেনচোজি মন্দিরে এই মনুমেন্টটি স্থাপিত হয়েছে। স্মৃতিসৌধটিতে আছে একটি বিরাট আকারের পোকার মূর্তি এবং তার চার দিকে রয়েছে তারের জালের বেষ্টনী। এই অভিনব ভাবনটি প্রথম আসে প্রাণী বিশেষজ্ঞ তাকেশি ইয়োরোর মাথায়। তিনি বহু বছর ধরেই কীটপতঙ্গ-প্রেমী। তার আশা, তিনি যে পোকামাকড়গুলো সংগ্রহ করেছেন তাদের আত্মা এই স্থাপনার মধ্যে দিয়ে শান্তি পাবে।
গত বৃহস্পতিবার এই স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন অতিথির সমাগম হয়। অনুষ্ঠানে একজন মৌদ্ধ পুরোহিত ধর্মীয় শ্লোক পাঠ করেন। এ ধরণের স্মৃতিসৌধের কথা সচরাচর শোনা যায় না ঠিকই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে সিটি অব এন্টারপ্রাইজে একই ধরণের একটি স্মৃতিস্তম্ভ আছে। তাতে দেখা যায়, একজন মহিলা একটি অতিকায় পতঙ্গ দুই হাতে তুলে ধরে আছেন। শহরটির ওয়েবসাইটে দাবি করা হয়, এটিই হচ্ছে পৃথিবীর একমাত্র মনুমেন্ট – যার বিষয় ক্ষেতের ফসল খায় এমন পোকামাকড়। মনে হচ্ছে, জাপানের সৌধটি হ্ওয়া পর এটি আর ‘একমাত্র’ থাকবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন