পোকা আঁকছে ছবি, দাম ২৫ হাজার টাকা!

পৃথিবীতে কত আশ্চর্য ঘটনাই না ঘটে। কিন্তু কখনো ভেবেছেন কী পোকার আঁকবে ছবি আর সেই ছবি বিকোবে দেদারসে! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে জাপানে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোকাটির আঁকা ছবি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।
পোকাটির আঁকা ছবি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, ছবিগুলোর দাম ৩১১ ডলারে (২৫ হাজার টাকা) উঠেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পোকাটির নাম স্পাইক এবং পোকাটির মালিকের নাম ম্যান্ডি।
ম্যান্ডি জানান, স্পাইকের (পোকা) এই প্রতিভা হঠাৎই চোখে পড়ে তাঁর। রং দিয়ে তাঁর অঙ্কনের এই দৃশ্য ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, মার্কার নিয়ে কাগজে আর্ট করছে পোকাটি।
ম্যান্ডি স্পাইকের জন্য ‘স্পাইক দ্য বেটল’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আলাদা অ্যাকাউন্ট করেন।
গত ৩ জুলাই সর্বপ্রথম এই টুইটার অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন