পোড়া রোগীর চিকিৎসায় ব্যবহৃত হলো মাছের চামড়া!
ব্রাজিলের চিকিৎসকরা পোড়া রোগীর চিকিৎসায় অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। তারা মাছের চামড়া দিয়ে পোড়া রোগীর ক্ষত ঢেকে দিচ্ছেন।
আর এতে বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন তারা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
চিকিৎসকরা জানিয়েছেন, মূলত ট্রপিক্যাল মাছের চামড়াই এ কাজে ব্যবহার করেছেন তারা। আর এতে পোড়া রোগীর যন্ত্রণা যেমন কমছে তেমন আরোগ্যলাভও সহজ হয়েছে।
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এটাই প্রথমবার পানিতে থাকা প্রাণীর দেহ মানুষের এ ধরনের চিকিৎসায় ব্যবহৃত হলো। আর এটি করা হয়েছে মূলত এক গবেষণার আওতায় পরীক্ষামূলকভাবে।
মারিয়া ইনস নামে এক নারী আহত হন গ্যাস কুকারের কারণে। আর এতে তার বাহুতে দ্বিতীয় মাত্রায় পুড়ে যায়। এ ছাড়া তার ঘাড়, মুখ ও অন্যান্য অঙ্গও কিছুটা পুড়ে যায়। আর এতে চিকিৎসকরা তার চিকিৎসায় কিছুটা বিকল্প পদ্ধতি ব্যবহারের প্রস্তাব দেন। এ প্রস্তাবে তিনি সম্মতি দিলে চিকিৎসকরা মাছের চামড়াগুলো ক্ষতস্থানের ওপর লাগিয়ে দেন। পরীক্ষামূলকভাবে তেলাপিয়া মাছের চামড়া লাগানো হয় তার ক্ষতস্থানে।
৩৬ বছর বয়সী মারিয়া একটি রেস্টুরেন্টের ওয়েট্রেস। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের রুসাস এলাকায় ক্যাসা ভ্যালহা রেস্টুরেন্টে তিনি কাজ করেন। চুলা বিস্ফোরণে মারাত্মক আহত হওয়ার পর তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, ’বিস্ফোরণে আমি মারাত্মক আহত হয়েছি। এতে আমার ক্ষতে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। এরপর চিকিৎসকরা যখন আমাকে মাছের চামড়া দিয়ে ড্রেসিং করার প্রস্তাব দেন তখন আমি তাতে সম্মতি দেই। ’
তিনি আরও বলেন, ’আমার কাছে বিষয়টি খুবই অদ্ভুত বলে মনে হয়। আর মাছের চামড়া দিয়ে ক্ষতস্থানের চিকিৎসাপদ্ধতিতে আমার যন্ত্রণা কমবে বলেই চিকিৎসকরা জানিয়েছেন। ’
অবশ্য এ পদ্ধতি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পরবর্তীতে এর সফলতার হার নির্ভর করবে এ পদ্ধতি রোগীদের ওপর প্রয়োগ করা হবে কি না।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন